Translation(s): বাংলা-(Bengali) - Español - Brasileiro - English - Français - Italiano - Nederlands - ?Polski - 简体中文

(!) ?/Discussion


== ভূমিকা==

ডেবিয়ান প্রতিনিয়ত উন্নয়ন কার্যক্রমের অধীনে পরিচালিত হচ্ছে। ডেবিয়ানের সাম্প্রতিক প্রকাশিত সংস্করন হচ্ছে ৬.০। এটি বর্তমানে প্রতিষ্ঠিত সংস্করন হিসেবে পরিগনিত অথবা এর কোড নাম "স্কুইজ" দ্বারা পরিচিত।

প্রতিটি সংস্করন একসেট রিপোজিটরী বা সফটওয়্যার ভান্ডার এর সাথে সম্পর্কযুক্ত (প্রতিটি সিপিইউ আর্কিটেকচারের জন্য কমপক্ষে একটি করে)।

যেকোন নির্দিষ্ট সময়ে ডেবিয়ানের একটি প্রতিষ্ঠিত ভার্সন থাকে যেটিতে ডেবিয়ান সিকিউরিটি টিম এর সাহায্য পাওয়া যায়। যখন একটি নতুন স্ট্যাবল বা প্রতিষ্ঠিত সংস্করন প্রকাশিত হয় তখন সিকিউরিটি টিম কমপক্ষে এক বছরের জন্যপুরাতন ভার্সনের সাপোর্ট দিয়ে থাকে এবং একই সাথে নতুন/বর্তমান সংস্করনের সাপোর্ট প্রদান করে থাকে। একমাত্রপ্রতিষ্ঠিত সংস্করনটি প্রডাকশন/গুরুত্বপূর্ন কাজের জন্য ব্যবহারের পরামর্শ দেয়া হয়।

পরিবর্তনশীল এবং পরীক্ষামূলক নামে আরো দুটো প্রধান উন্নয়নধর্মী রিপোজিটরী রয়েছে যেগুলি পরবর্তী সুপ্রতিষ্ঠিত সংস্করন প্রকাশের পূর্বে প্রতিনিয়ত আপডেট করা হয়ে থাকে। সর্বাধুনিক প্যাকেজসমূহ পরিবর্তনশীল সংস্করনের অর্ন্তভুক্ত হয়ে থাকে (যার কোড নাম সর্বদাই "সিড")। Packages are automatically copied from পরিবর্তনশীল সংস্করন থেকে প্যাকেজসমূহ স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষামূলক সংস্করনে কপি হয়ে থাকে যখন নির্দিষ্ট কিছু শর্ত পূরন হয় যেমন release-critical bugs এর অনুপস্থিতি, এবং পরীক্ষামূলক সংস্করনের অন্যান্য প্যাকেজ সমূহের ডিপেনডেন্সী পূরন হয়ে থাকে।

সাধারন ব্যবহারকারীদের প্রতিষ্ঠিত অথবা পরীক্ষামূলক এর মধ্যে যেকোন একটি সংস্করন পছন্দ করা উচিত। সুপ্রতিষ্ঠিত সংস্করন প্রোডাকশন স্তর/গুরুত্বপূর্ন কাজে এবং নিরাপত্তামূলক কাজে (যেমন সার্ভার, ফায়ারওয়াল ইত্যাদি) ব্যবহারের জন্য আদর্শ এবং যারা লিনাক্সে নতুন এটি তাদের জন্যও। পরীক্ষামূলক সংস্করনটি একটু অগ্রসর ব্যবহারকারীদের জন্য ভালো যারা সবসময় একটু নতুন সফটওয়্যার পেতে চান এবং যারা বিভিন্ন সমস্যা/বাগ রিপোর্ট করতে পারেন এবং এ বাগসমূহ ফিক্স করার মাধ্যমে ডেবিয়ানকে সাহায্য করতে চান।

আপনি এটিও পড়তে পারেন একটি ডেবিয়ান ডিস্ট্রিবিউশন পছন্দ করা যেখানে একটি ডিস্ট্রিবিউশনের তুলনায় অন্য ডিস্ট্রিবিউশনের সুবিধা অসুবিধা সমূহ আলোচিত হয়েছে এবং ডেবিয়ান সুপ্রতিষ্ঠিত সংস্করনের সফটওয়্যার নিয়ে আলোচনা যেখানে ডেবিয়ান সুপ্রতিষ্ঠিত সংস্করনকে কিভাবে নতুন সফটওয়্যার দিয়ে পরিবর্ধিত করা যায় অথবা অতিরিক্ত কর্মক্ষমতা বাড়ানো যায়।

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন ডেবিয়ান এফটিপি সংগ্রহশালা ডেবিয়ান FAQ অধ্যায়টি.

{{{#!ডেবিয়ান উইকি ডেবিয়ান রিলিজসমূহের অফিসিয়াল তথ্য }}}

সাম্প্রতিক প্রকাশিত

এছাড়া:

উৎপাদিত সংস্করন সমূহ

note: point প্রকাশ নির্দেশনা সম্পর্কিত বিস্তারিত তথ্য (যেমন 4.0r0 এবং 4.0r1) প্রতিটি ডিস্ট্রিবিউশন এর নিজস্ব পাতায় রয়েছে।

প্রকাশের মধ্যবর্তী সময়

ডেবিয়ান প্রকাশের মধ্যবর্তী সময়
১.২ ১৭৮ দিন
১.৩ ১৭৫ দিন
২.০ ৪১৩ দিন
২.১ ২২৯ দিন
২.২ ৫২৫ দিন
৩.০ ৭০৩ দিন
৩.১ ১০৮৩ দিন
৪.০ ৬৭১ দিন
৫.০ ৬৫২ দিন
৬.০ ৭২১ দিন

http://debian.semistable.com/releases.gif