এ সংক্ষিপ্ত পরিচিতিটি এবং এ সম্পর্কিত অন্যান্য পৃষ্ঠাতে নতুন ব্যবহারকারীদের জন্য ডেবিয়ান অপারেটিং সিস্টেম সম্পর্কে বর্নিত হয়েছে। এখানে টেকনিক্যাল শব্দ ব্যবহার যথাসম্ভব এড়িয়ে যাওয়া হয়েছে। "ডেবিয়ান" কি এবং এটি কিভাবে আপনি ব্যবহার করবেন তা জটিলতা ছাড়াই ব্যাখা করা হয়েছে।
ডেবিয়ান হচ্ছে আপনার কম্পিউটারের জন্য একটি বিনামূল্যের অপারেটিং সিস্টেম (সংক্ষেপে ও.এস.)। একটি অপারেটিং সিস্টেম হচ্ছে কিছু বেসিক প্রোগ্রাম এবং ইউটিলিটির সমন্বয় যার সাহায্যে আপনার কম্পিউটার পরিচালিত হয়ে থাকে। ডেবিয়ান লিনাক্স কার্নেল ব্যবহার করে থাকে (কার্নেল হচ্ছে কোন ও.এস এর মূল ভিত্তি), কিন্তু অধিকাংশ বেসিক অপারেটিং সিস্টেম টুলস সমূহ GNU প্রজেক্ট হতে এসেছে; তাই আমরা সবার অবদানের স্বীকৃতি স্বরূপ ডেবিয়ান কে ডেবিয়ান ন্যূ/লিনাক্স অপারেটিং সিস্টেম হিসেবে উল্লেখ করে থাকি ।
ডেবিয়ান ন্যূ/লিনাক্স একটি খাঁটি অপারেটিং সিস্টেম থেকে ও বেশী কিছু প্রদান করে: এটি ২৯০০০ এরও অধিক প্যাকেজ সহ প্রকাশিত হয়েছে, যেটি মূলত পূর্ব থেকে কম্পাইলকৃত প্যাকেজ/সফটওয়্যার সমূহের একটি চমৎকার ফরম্যাটে সংকুচিত অবস্থা এবং যা আপনার মেশিনে সহজেই ইনস্টলযোগ্য।
আপনি কি লিনাক্সে নতুন? কোথা থেকে শুরু করবেন তা জানাও অনেক ঝামেলাপূর্ন মনে হতে পারে! এজন্য বহু পথ খোলা আছে এবং এত বেশী তথ্য রয়েছে যা হতবুদ্ধিকর অবস্থায় পড়ার জন্য যথেষ্ট। এ উইকিটি এবং সাথে নিচের ওয়েবপেজ সমূহ শুরু করার জন্য তাই চমৎকার একটি স্থান-
http://www.debian.org/intro - ডেবিয়ান অফিসিয়াল পরিচিত
http://www.debian.org/doc - ডেবিয়ান সহায়িকা সমূহ
কিভাবে ডেবিয়ান ইনস্টল করবেন
যদি ডেবিয়ানকে আপনার জন্য নির্বাচিত করে থাকেন এবং আপনি এটি কোথায় পাওয়া যাবে এবং কিভাবে ইনস্টল করবেন তা খুঁজে থাকেন
- দ্রুত ইনস্টল করা
অন্যান্য লিংক সমূহ
Introduction to Linux, A Hands on Guide
. http://www.tldp.org/LDP/intro-linux/html/.Debian GNU/Linux Reference Card (The 101 most important things when using Debian GNU/Linux)
. http://people.debian.org/~debacle/refcard/.