Translation(s): English - বাংলা-(Bengali)


#debian হচ্ছে একটি IRC চ্যানেল বিনীত ভাবে oftc এবং freenode হোস্ট করেছে যাতে আপনি realtime এ অন্যান্য ডিবিয়ান ব্যবহারকারীদের সাথে আলোচনার জন্য যোগ দিতে পারেন। এতে যোগ দিতে আপনার একটি IRC ক্লায়েন্টের প্রোয়োজন হবে: apt-get install irssi, অথবা xchat, অথবা talksoup.app, অথবা konversation, অথবা kopete. এখানে আরও আছে অনেক গুলো অন্যান্য উপায়.

ডিবিয়ানে অন্যান্য অনুষাঙ্গিক IRC চ্যানেলের জন্য IRC পাতা দেখুন। যারা ভালো ইংরেজী বলেন না অথবা i386 ছাড়া অন্য কোন প্লাটফর্ম ব্যবহার করছেন, তাদের জন্য এটি বিশেষ ভাবে জরুরী। আরও FAQs এর জন্য FAQs পাতা দেখুন।

চ্যানেল গুলোর প্রাথমিক নিয়ম কানুনের রূপরেখা নিচে দেয়া হয়েছে।

বিষয় গুলো প্রথমে পড়ুন

1. অনুগ্রহ পূর্বক ডকুমেন্টেশন এবং ম্যানুয়েল পাতা গুলে পড়ুন। আপনি যে নিজে এটি চেষ্টা করেছেন তা প্রদর্শন করুন। অন্য কাউকে যদি আপনার জন্য তথ্য খুঁজতে হয় তা আপনার জন্য সহায়ক হবে না। যে সব ডকুমেন্টেশনের আপনি সাহায্য নিতে পারেন তা হলো: man pages, কমান্ড গুলোর --help অপশন, GNU info pages info <command>, প্যাকেজের ডকুমেন্টেশন /usr/share/doc/<package> ডিরেক্টরিতে।

কি ভাবে প্রশ্ন করতে হয়

2a. যথা সম্ভব সুনির্দিষ্ট ভাবে আপনার সমস্যার কথা বলুন। আপনি ডিবিয়ানের কোন ভার্শন ব্যবহার করছেন, কি করতে চাচ্ছেন, কি কমান্ড দিয়েছেন (যদি দিয়ে থাকেন), এবং কি সমস্যার বিবরণ প্রদর্শন করছে (যদি করে থাকে)। সহায়তা নিন কি ভাবে ভালো প্রশ্ন করতে হয়. আরও ভালো হবে যদি আপনি সম্পূর্ণ প্রশ্নটি "এক লাইনে" করেন। ব্যাস্ত IRC চ্যানেলে কয়েক মিনিটের ভাঙা বাক্য পড়া কষ্টকর।

2b. বিনয়তা বজায়ে রাখুন এবং ধর্য্য ধরুন। http://www.freenode.net/policy.shtml এবং http://www.freenode.net/channel_guidelines.shtml দেখুন। যখন আপনি কারো উত্তর এর জন্য অপেক্ষা করছেন তখন আপনি চাইলে চ্যানেলের অবস্থা ও দেখেতে পারেন।

2c. চ্যানেলের সবাইকে উদ্দেশ্য করে প্রশ্ন করুন, কোন নিদিষ্ট ব্যবহারকারী কে উদ্দেশ্য করে নয়। বিশেষভাবে মানুষকে ব্যক্তিগত বার্তা পাঠানো থেকে বিরত থাকুন। অন্যদিকে সয়ংক্রিয় রোবটকে ব্যক্তিগত বার্তা পাঠালে তা আপনাকে তৎক্ষনিক static factoids এবং ডিবিয়ান প্যাকেজ লিষ্ট এই দুই উপায়ে উত্তর দিবে। সয়ংক্রিয় রোবটের কাছে আপনার প্রশ্নের উত্তর পূর্বে জমা থাকতে পারে, যা সাহায্যকারী মানুষের উপর লোড কমাতে সহায়তা করে।

2d. কখনো চ্যানেলে লেখার বন্যা সৃষ্টি করবেন না কারন, রোবট সয়ংক্রিয় ভাবে লেখা ৪ লাইনের অতিরিক্ত হলেই বরখাস্ত করবে। চ্যানেলে স্প্যামিং করা এড়িয়ে চলুন যেমন: আপনার কোন প্রোজেক্টের সমর্থনের জন্য স্প্যামিং (মানুষ এমনিতেই বুঝে ফেলবে). মেম্বারদের trolling করা থেকে এবং অন্য ডিস্ট্রিবিউশন বা ওপারেটিং সিস্টেম সম্বন্ধে প্রশ্ন করা এড়িয়ে চলুন যা "ডিবিয়ান" নয় (Knoppix এবং Ubuntu ডিবিয়ানের ডিস্ট্রিবিউশন নয়, তাদের উৎপত্তি ভিন্ন এবং তাদের ব্যবাহাকারীদের জন্য তাদের নিজস্ব চ্যানেল রয়েছে)। অনুগ্রহ পূর্বক যে কোন পাবলিক "away" অথবা "back" ম্যাসেজ নিষ্ক্রিয় করুন; যদি সবাই প্রত্যেক সময় স্নানাগার এ যাবার সময় ঘোষনা করে, তাহলে এই ব্যাঘাতের কারনে কোন কথোপকথনই সম্ভব হবে না। কখনো মানুষের অনুমতি ছাড়া CTCP না অথবা অন্য কাজের মাধ্যমে মেম্বারদের বিরক্ত করবেন না। চ্যানেলে সাধারণত গড়ে ৬০০ উপর মানুষ থাকে, যদি সবাই luserish এর মতো করে আচরণ করে, তাহলে কিছুক্ষনের মধ্যে চ্যানেল অব্যবহারযোগ্য হয়ে পরবে।

কোন উত্তর না পাওয়া গেলে কি ভাবে অগ্রসর হতে হয়

3a. If you don't get answer, just sit tight and repeat after 10 minutes. IRC channels are busy, and people may not respond immediately. In unlucky situation there may not be anyone around to be familiar with the problem at at hand, so repeating in succession won't expedite things.

3b. If the problem still isn't solved, come back in 8 or 16 hours. The channels are very international and people attending from around the globe vary from UTC-7 to UTC+7.

3c. If no one can answer your question, try the debian-user mailing list. You can sign up at http://www.debian.org/MailingLists/subscribe, and post your questions to debian-user@lists.debian.org . It is open to non-subscribers, but the default is to NOT CC the original poster with replies (i.e., they only go to the list) so, if you don't subscribe, you'll have to set your Mail-Followup-To field to include both you and the mailing list and/or crawl the mailing list archives on http://lists.debian.org/. Since the list is so high-traffic, it's important to ask a smart question. Include all the information you think is relevant, and make sure you tell us what documentation you've looked at, what you've tried and what symptoms led up to the problem. Resist temptation to use subjects containing HELP or URGENT: those posts tend to get ignored without being read (the poster is not a "special case" compared to other posters).

In general, do not ask for private replies. Instead, set your Cc field to point to you and you can get notification when someone answers. If the matter is urgent to your company, there are consultants for hire. When replying, please make a real effort to trim redundant material and avoid top posting for the sake of clarity; instead, use the inline reply style. People read books from top-down, read newspapers top-down, so follow style in replies (someone talks, you reply after it). If people have to work to read the question from the end before they work to solve it, the message gets probably ignored.

য়ে কোন অবস্থাতেই যা বলা যাবে না

4. যে কাউকে 'rm -rf *' দিতে বলা, অথবা এক রকম অনুষাঙ্গিক কিছু, তাকে ব্যান (বরখাস্ত) করা হবে। এমন কি ঠাট্টা করে বললেও। নতুন কোন ডিবিয়ান ব্যবহারকারীর তথ্য মুছে ফেলা মোটেও কোন পরিহাসের বিষয় নয়।